বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গাঁজার কারবারে জড়িত থাকার অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম সোনু রায়, শেখ অজয়, শেখ মকবুল, রবীন্দ্রনাথ সাউ ও সুরজ ভূঁইঞা। হুগলির পাণ্ডুয়ার ঘোষপাড়ায় সোনুর বাড়ি। বাকিদের বাড়ি বর্ধমান শহরের দুবরাজদিঘি, বাজেপ্রতাপপুর, কালনা গেট ও তিনকোনিয়া গুডস্ শেড রোড এলাকায়। পুলিস জানিয়েছে, সোমবার রাতে বর্ধমান-কাটোয়া রোডের পাশে বিজয়রাম এলাকায় বন্ধ রাইসমিলের একটি ঘরে ওই ৫ জন জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিস সেখানে হানা দিয়ে তাদের ধরে। ধৃতদের কাছ থেকে একটি বস্তায় ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গাঁজা প্যাকেটজাত করার জন্য তারা সেখানে জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। মঙ্গলবার ধৃতদের বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করা হয়। ধৃতদের ২ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন মাদক সংক্রান্ত বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নন্দন দেব বর্মন।
Tags Barddhaman Burdwan Drug Narcotic মাদক
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …