বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার থেকে বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে শুরু হল জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার মেলা ২০২৪। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক বিধানচন্দ্র রায়, বিডিএ-র চেয়ারম্যান কাকলি গুপ্ত তা, পুরপ্রধান পরেশচন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রমুখরা। আর এদিন এই উদ্বোধন পর্বে খোদ জেলাশাসক বিধানচন্দ্র রায় এবং বিডিএ-র চেয়ারম্যান কাকলি গুপ্তের ডুয়েট রবীন্দ্রসংগীত নজীর সৃষ্টি করল। চলতি ফেব্রুয়ারি মাসে বর্ধমানের জেলাশাসক হিসাবে কাজে যোগ দিয়েছেন বিধানচন্দ্র রায়। এদিন তাঁর কাছে গান করার আবদার উঠলে জেলাশাসক এবং বিডিএ-র চেয়ারম্যান গাইলেন – ” আমার মাথা নত করে দাও হে প্রভু …”। এমনকি এদিন গান গাইতে গাইতে জেলাশাসক বলে ওঠেন এই গানের এই বিশেষ অংশকে সকলে মেনে চলা উচিত। তিনি গাইলেন – ” আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে …”। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, প্রতিটি হস্তশিল্পীদের তাঁদের উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য রাজ্য সরকার এই ধরনের মেলার উদ্যোগ নিয়েছে। এই মেলায় অংশগ্রহণকারী শিল্পীদের বিনামূল্যে স্টল, তাঁদের প্রতিদিন ৭৫ টাকা করে রাহা খরচ ছাড়াও তাঁদের উৎপাদিত মাল মেলা প্রাঙ্গণে নিয়ে আসা-যাওয়ার জন্য রাজ্য সরকার পরিবহণ ভাতা দিচ্ছে। তিনি জানিয়েছেন, কচুরিপানা নিয়ে বিভিন্ন দ্রব্য তৈরি করা হচ্ছে। ছোট ছোট শিল্পকেও রাজ্য সরকার স্বীকৃতি দিচ্ছেন। উল্লেখ্য, এদিন জেলাশাসক বিধানচন্দ্র রায় জানিয়েছেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় ১৫০ জন হস্তশিল্পী অংশ নিচ্ছেন। তার মধ্যে ২০ জন তাঁতশিল্পীও রয়েছেন। মোট ৯০ টি স্টল করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।
Tags handicraft Livelihood Weaving
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …