Breaking News

মমতা সম্পর্কে কুকথা প্রসঙ্গে আমাকে প্রশ্ন করলে জবাব দেবো – দিলীপ ঘোষ

Dilip Ghosh said that if the Election Commission questions me about the gossip about Mamata, I will answer

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে কুকথা বলার অভিযোগে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আর মঙ্গলবার বিকালে বর্ধমানের স্বস্তিপল্লী এলাকায় নির্বাচনী প্রচারে এসে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন, নির্বাচন কমিশনে যেতেই পারেন। আমাকে জানতে চাইলে উত্তর দেবো। ওরা প্রত্যেকবার মহিলা তাস খেলতে চাইছেন। আর ভোটের আগে চোট। এই যে রাজনীতি সেটা সাধারণ মানুষ ধরেছেন। আর আমি সাধারণ মানুষের তরফ থেকে প্রশ্ন করেছি। যেখানে যা ইচ্ছা উনি মন্তব্য করেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য। মুখ্যমন্ত্রী হিসাবে এটা শোভা পায়না। বাকিরা তো ভয়ে বলতে পারবে না। আমি প্রশ্ন করেছিলাম। আমার প্রশ্ন করার অধিকার আছে। আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তর দেবো। সেজন্য আজ মহিলা কার্ড খেলা ছাড়া তৃণমূলের কাছে কিছু করার নেই। বর্ধমান-দুর্গাপুর আসনের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তাঁকে মহিলা বিদ্বেষী বলায় দিলীপবাবু এদিন তার জবাবে বলেন, সন্দেশখালি দেখিয়ে দিয়েছে মহিলাদের প্রতি তৃণমূল কেমন সম্মান দেয়। সাধারণ মানুষ আজকে তাঁদের বিরুদ্ধে। নেতারা, ৪-৫ জন বিধায়ক জেলে চলে গেছেন। বাকিদের বাড়িতে তল্লাশি চলছে। এই পরম্পরা চলবে এখন। টিএমসি ডুবছে। কাউকে তো ইস্যু করতে হবে। ভালো পেয়েছে দিলীপ ঘোষকে ইস্যু করেছে। কে নারী বিদ্বেষী সন্দেশখালী গিয়ে জিজ্ঞেস করে আসুন। Dilip Ghosh said that if the Election Commission questions me about the gossip about Mamata, I will answer

About admin

Check Also

The entire state should be searched with robots - Mithun

গোটা রাজ্যে রোবট দিয়ে তল্লাশি করতে হবে – মিঠুন

মেমারী (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রচারে এসে সন্দেশখালিতে এনএসজি অপারেশন সম্পর্কে বলতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *