গলসী (পূর্ব বর্ধমান) :- স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে গোপনাঙ্গে রড ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সুনীল মাড্ডির বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে সুনীল মাড্ডিকে। ঘটনাটি ঘটেছে গলসী থানার উচ্চগ্রাম আদিবাসী পাড়ায়। মৃত গৃহবধুর নাম বুধীন মাড্ডি (৩০)। মৃতের কাকা সুকুল সোরেন জানিয়েছেন, বুধীন মাড্ডির একটি ১২ বছরের মেয়েও রয়েছে। বুধীন মাড্ডির বাপের বাড়ি মঙ্গলকোটের আলমপুর ডাঙা এলাকায়। সম্প্রতি সুনীল মাড্ডি বিবাহ বহির্ভূত একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। বাঁকুড়া জেলার এক মহিলার সঙ্গে তার এই সম্পর্ককে মেনে নিতে পারেননি বুধীন মাড্ডি। কিছুদিন আগে গৃহবধুর বাপের বাড়ির লোকজন তাকে বাঁকুড়া থেকে নিয়েও আসেন। দুটি পরিবারের মধ্যে মীমাংসাও হয়। কিন্তু ফের সে ওই সম্পর্কে জড়িয়ে পড়েন। মঙ্গলবার এই ঘটনায় সকাল থেকেই অশান্তি শুরু হয়। তার জেরে গ্রামের মোড়ল দুটি পক্ষকে নিয়ে মীমাংসাও বসেন। সুকুল সোরেন জানিয়েছেন, মঙ্গলবার রাত্রে তাদের ফোনে জানানো হয় বুধীন মাড্ডি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর তারা এসে দেখেন বুধীন মাড্ডির ঝুলন্ত দেহ। কিন্তু তার নিম্নাঙ্গ রক্তে ভেসে গেছে। এরপর অন্য মহিলারাই জানান, বুধীন মাড্ডির গোপনাঙ্গে রড ঢুকিয়ে তাকে খুন করা হয়েছে তারপর তাকে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় গলসী থানার পুলিশ সুনীল মাড্ডিকে গ্রেপ্তার করেছে।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Murder Purba Bardhaman খুন পূর্ব বর্ধমান বর্ধমান
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …